28,2022 Thursday at 08:48:25 | Share |
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৮

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যের সংখ্যবে বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কাজ করছে পিরোজপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ড সদস্যরা।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে নদীতীরে স্বজনরা ভিড় করছেন। এই ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে। বাড়ছে নদীর তীরে স্বজনদের আহাজারি। এদের মধ্যে বেশিরভাগই জানেন না তাদের প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে বলে জানা গেছে।
ইতোমধ্যে দগ্ধ যাত্রীদের দেখতে গিয়ে ও ঘটনাস্থল পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে অভিযান-১০ লঞ্চে আগুনের সূত্রপাত ঘটেছিল। তবে যান্ত্রিক ত্রুটির বিষয়টি অস্বীকার করেছেন মালিক হাম জালাল শেখ।
জালাল শেখ বলেন, লঞ্চের এক সুপারভাইজার আনোয়ার ভোর রাত আনুমানিক ৩টার দিকে আমাকে ফোন করে প্রথম আগুনের খবর দেয়। তার ঠিক ১০ মিনিট আগে আগুন লাগে।
জালাল শেখ বলেন, লঞ্চের এক সুপারভাইজার আনোয়ার ভোর রাত আনুমানিক ৩টার দিকে আমাকে ফোন করে প্রথম আগুনের খবর দেয়। তার ঠিক ১০ মিনিট আগে আগুন লাগে।
“সে বলেছে দোতলায় একটা বিস্ফোরণ হয়, সঙ্গে সঙ্গে কেবিনে আর লঞ্চের পেছনের বিভিন্ন অংশে আগুন দেখা যায়। তারপর তৃতীয় তলার কেবিন ও নিচতলায় ছড়িয়ে পড়ে আগুন।”
তিনি আরও বলেন, ওই লঞ্চে অন্তত ২১টি অগ্নি নির্বাপক যন্ত্র ছিল, কিন্তু এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে সময় পাওয়া পায়নি। কিন্তু লঞ্চে কোনো যান্ত্রিক ক্রুটি ছিল না, ত্রুটি থাকলে নামাতে পারতাম না। মাত্র ২ মাস হলো জাপানি নতুন (ডাইহাতসু) ইঞ্জিন সংযোজন করেছি।
তিনি দাবি করেন, ইঞ্জিনে আগুন লাগলে কখনো পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে না। বিকট শব্দে দোতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে ইঞ্জিনের দিকে ও কেবিনের দিকে।
হাম জালাল এম ভি অভিযান-১০, ৩ ও ৫ লঞ্চের মালিক। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, আমার কোনো লঞ্চের ইন্সুরেন্স নেই। আমার কেন কারো লঞ্চেই ইন্সুইরেন্স নেই, মূলত ইন্সুরেন্স লাগে না।
এদিকে, ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতদের স্বজনদের নিকট লাশ হস্তান্তরের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন, তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রীয় সফরে বিদেশে অবস্থান করেও এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছেন।
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
User Comments



- জাতীয়