20,2022 Friday at 20:21:33 | Share |
১৫ জানুয়ারি ২০২২ : ১২.২৯ শতাংশ হারে চট্টগ্রামে নতুন শনাক্ত ২৩৯ জন

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করে ২৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ২৯ শতাংশ।
এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
শনিবার (১৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ২১৮ জন মহানগর এলাকার ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৪২৭ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৭৫ হাজার ৮৩২ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫৯৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
User Comments



- চট্টগ্রাম