৪ জুলাই ২০২০ ১১:৪৯:২৪
logo
logo banner
HeadLine
৩ জুলাই : চট্টগ্রামে শনাক্ত আরও ২৬৩, মোট ৯৬৬৮ * পাটকলগুলোর আধুনিকায়নে উৎপাদন বন্ধ করে শ্রমিকদের এককালীন পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার * প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেল্টা কাউন্সিল গঠন * ০৩ জুলাই : দেশে আজ শনাক্ত ৩১১৪ , মৃত ৪২ * ২ জুলাই : চট্টগ্রামে শনাক্ত আরও ২৮২, মৃত ৩ * দেশে আবিষ্কৃত করোনা ভ্যাকসিন আসছে ৬ মাসের মধ্যে * ০২ জুলাই : দেশে আজ শনাক্ত ৪০১৯ , মৃত ৩৮ * ১ জুলাই : চট্টগ্রামে শনাক্ত আরও ২৭১, মৃত ৬ * দেশী কোম্পানী গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি, সংবাদ সম্মেলন কাল * ০১ জুলাই : দেশে আজ শনাক্ত ৩৭৭৫ , মৃত ৪১ * ৩ আগস্ট পর্যন্ত স্বাস্থ্যবীধি মেনে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন চলবে * ৩০ জুন : চট্টগ্রামে আজ শনাক্ত আরও ৩৭২ * সংসদে ২০২০ - ২১ অর্থবছরের বাজেট পাস * ৩০ জুন : দেশে আজ শনাক্ত ৩৬৮২ , মৃত ৬৪ * ২৯ জুন : চট্টগ্রামে আজ শনাক্ত আরও ৪৪৫ * 'গেদু চাচা' খ্যাত খোন্দকার মোজাম্মেল হক আর নেই * করোনা পরীক্ষার ফিঃ ২০০ টাকা , বাসায় ৫০০ * করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে - প্রধানমন্ত্রী * বুড়িগঙ্গায় লঞ্চডুবি ,৩০ জনের মরদেহ উদ্ধার * ২৯ জুন : দেশে আজ শনাক্ত ৪১০৪ , মৃত ৪৫ * ২৮ জুন : চট্টগ্রামে আজ শনাক্ত আরও ৩৪৬ * জাতির ক্রান্তিকালে ভরসা দেয় যে নেতৃত্ব * আপন মহিমায় ভাস্বর একাত্তর উত্তীর্ণ আওয়ামী লীগ * শুধু করোনা নয়, সমগ্র চিকিৎসা ব্যবস্থায় মনোযোগ দরকার * বছরের পর বছর লোকসান, বন্ধ হচ্ছে রাষ্ট্রীয় সব পাটকল, ২৫ হাজার শ্রমিক গোল্ডেন হ্যান্ডশেকে * বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ১ কোটি ছাড়ালো, মৃত ৫ লাখ * ২৭ জুন : চট্টগ্রামে আজ শনাক্ত আরও ৬৪ * ৭ কোটি ১১ লাখ মানুষ করোনায় সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে * ২৭ জুন : দেশে আজ শনাক্ত ৩,৫০৮ , মৃত ৩৪ * ২৬ জুন : চট্টগ্রামে আজ শনাক্ত আরও ১৫৯ *
     04,2017 Monday at 09:34:18 Share

এবার চালু হল শরীরের নিম্নংশের ইনসিওরেন্স, যার মূল্য প্রায় আড়াই লক্ষ পাউন্ড

এবার চালু হল শরীরের নিম্নংশের ইনসিওরেন্স, যার মূল্য প্রায় আড়াই লক্ষ পাউন্ড

পেশায় তিনি মডেল। আবার সোশ্যাল মিডিয়ায় স্টার স্টেটাস পান। তিনি ব্রাজিলের রায়েসা টেক্সিরিও। কিন্তু হেডলাইনে এলেন একদম ভিন্ন কারণে।


আসলে রায়েসা ইনসিওরেন্স করিয়েছেন। কীসের? নিজের শারীরিক গঠন নিয়ে গর্বিত রায়েসা শরীরের নিম্নাংশের ইনসিওরেন্স করিয়েছেন। যার মূল্য ২ লক্ষ ৩০ হাজার পাউন্ড! 


চমকে উঠলেন? ঠিক এই কারণেই শিরোনামে রায়েসা।


কিছু দিন আগে নাকি এমন উদ্যোগ নিয়েছিলেন মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ান। এই ঘোষণার পর সাংবাদিকদের রায়েসা বলেন, ‘‘দিন কয়েক আগে আমি একটি মডেলিং শোয়ে অংশ নিয়েছিলাম। সেখানে এক পুরুষ উপস্থাপক আমার শরীরে অশ্লীল ভাবে হাত দেয়। তখনই ঠিক করেছিলাম বিমা করাব। আমার সম্পত্তিকে তো রক্ষা করতেই হবে।’’


ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয় রায়েসা সিলিকন ইনজেকশন নিয়েছেন বলে গুঞ্জন। কার্ভি চেহারাকে ধরে রাখতেই নাকি এই পথে হেঁটেছেন তিনি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, সুস্থ থাকলে এ ধরনের এক্সপেরিমেন্ট তিনি বারবার করবেন। কারণ জনপ্রিয়তা পাওয়াই তাঁর লক্ষ্য।


সূত্র : আনন্দবাজার পত্রিকা

User Comments

  • আরো