৪ জুলাই ২০২০ ১১:৩৯:৫৯
logo
logo banner
HeadLine
৩ জুলাই : চট্টগ্রামে শনাক্ত আরও ২৬৩, মোট ৯৬৬৮ * পাটকলগুলোর আধুনিকায়নে উৎপাদন বন্ধ করে শ্রমিকদের এককালীন পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার * প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেল্টা কাউন্সিল গঠন * ০৩ জুলাই : দেশে আজ শনাক্ত ৩১১৪ , মৃত ৪২ * ২ জুলাই : চট্টগ্রামে শনাক্ত আরও ২৮২, মৃত ৩ * দেশে আবিষ্কৃত করোনা ভ্যাকসিন আসছে ৬ মাসের মধ্যে * ০২ জুলাই : দেশে আজ শনাক্ত ৪০১৯ , মৃত ৩৮ * ১ জুলাই : চট্টগ্রামে শনাক্ত আরও ২৭১, মৃত ৬ * দেশী কোম্পানী গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি, সংবাদ সম্মেলন কাল * ০১ জুলাই : দেশে আজ শনাক্ত ৩৭৭৫ , মৃত ৪১ * ৩ আগস্ট পর্যন্ত স্বাস্থ্যবীধি মেনে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন চলবে * ৩০ জুন : চট্টগ্রামে আজ শনাক্ত আরও ৩৭২ * সংসদে ২০২০ - ২১ অর্থবছরের বাজেট পাস * ৩০ জুন : দেশে আজ শনাক্ত ৩৬৮২ , মৃত ৬৪ * ২৯ জুন : চট্টগ্রামে আজ শনাক্ত আরও ৪৪৫ * 'গেদু চাচা' খ্যাত খোন্দকার মোজাম্মেল হক আর নেই * করোনা পরীক্ষার ফিঃ ২০০ টাকা , বাসায় ৫০০ * করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে - প্রধানমন্ত্রী * বুড়িগঙ্গায় লঞ্চডুবি ,৩০ জনের মরদেহ উদ্ধার * ২৯ জুন : দেশে আজ শনাক্ত ৪১০৪ , মৃত ৪৫ * ২৮ জুন : চট্টগ্রামে আজ শনাক্ত আরও ৩৪৬ * জাতির ক্রান্তিকালে ভরসা দেয় যে নেতৃত্ব * আপন মহিমায় ভাস্বর একাত্তর উত্তীর্ণ আওয়ামী লীগ * শুধু করোনা নয়, সমগ্র চিকিৎসা ব্যবস্থায় মনোযোগ দরকার * বছরের পর বছর লোকসান, বন্ধ হচ্ছে রাষ্ট্রীয় সব পাটকল, ২৫ হাজার শ্রমিক গোল্ডেন হ্যান্ডশেকে * বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ১ কোটি ছাড়ালো, মৃত ৫ লাখ * ২৭ জুন : চট্টগ্রামে আজ শনাক্ত আরও ৬৪ * ৭ কোটি ১১ লাখ মানুষ করোনায় সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে * ২৭ জুন : দেশে আজ শনাক্ত ৩,৫০৮ , মৃত ৩৪ * ২৬ জুন : চট্টগ্রামে আজ শনাক্ত আরও ১৫৯ *
     06,2018 Tuesday at 22:26:07 Share

ছুটে আসছে অতিকায় গ্রহাণু, উদ্বেগ

ছুটে আসছে অতিকায় গ্রহাণু, উদ্বেগ

আকারে যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ব্রিজের চেয়েও বড় এক গ্রহাণু সবেগে ছুটে আসছে পৃথিবীর দিকে। মহাকাশবিজ্ঞানীরা একে উদ্বেগজনক পরিস্থিতি বলে বর্ণনা করেছেন। তাদের ভাষায়, এটি আমাদের পৃথিবীর জন্য ‘বিপর্যয়ের আলামত’ বহন করছে।


আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, জ্যোতির্বিজ্ঞানীরা গত বছরের নভেম্বর মাসে ‘২০১৭ ভিআর ১২’ (2017 VR12  ) নামের এই গ্রহাণুটিকে শনাক্ত করার পর থেকেই এর গতিবিধির ওপর সতর্ক নজর রাখছিলেন।


বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় খুব ভোরের দিকে অতিকায় প্রস্তরখণ্ড সদৃশ এই গ্রহাণুটি আমাদের পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে বলে জানিয়েছেন তারা। ১,৫৪২ ফুট (৪৭০ মিটার) ব্যাসের এই গ্রহাণুটি ঘণ্টায় ২২,৬৮০ কিলোমিটার (১৪,০৯৩ মাইল) বেগে মহাশূন্যে ছুটে চলেছে।


পৃথিবীর খুব কাছ দিয়ে যাবার সময় এটি বিপর্যয়কর ঘটনার জন্ম দিতে পারে বলে মহাকাশবিজ্ঞানীদের কেউ কেউ আশঙ্কা করছেন। তাদের আশঙ্কার মূল কারণ এর আকারের বিশালতা। কোনো কারণে এটি পৃথিবীর ওপর বা কাছাকাছি আছড়ে পড়লে বড় ধরনের বিপদ হওয়া অসম্ভব নয়।


যুক্তরাষ্ট্রের মাইনর প্ল্যানেট সেন্টার (Minor Planet Center ) নামের একটি মহাকাশসংস্থা এ আশঙ্কা প্রকাশ করেছে। 


তবে কোনো কোনো জ্যোতির্বিজ্ঞানী বলছেন, এ থেকে ভয়ের কারণ খুব একটা নেই। পৃথিবীর ওপর এটির আছড়ে পড়ার আশঙ্কাও খুব একটা নেই। কেননা, এটি পৃথিবী থেকে চাঁদের দূরত্বের চেয়ে কমপক্ষে তিনগুণ দূর দিয়ে যাবে। এটি যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তখনও পৃথিবী থেকে এটি থাকবে ১ কোটি ৪০ লক্ষ কিলোমিটার দূরে।


যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা ‘নাসা’ হিসেব কষে বলেছে, বুধবারের পর এটি আবারও পৃথিবীর কাছ দিয়ে যাবে। সেজন্য পৃথিবীকে কম করেও ১৭৭ বছরঅপেক্ষা করতে হবে।

User Comments

  • আরো