২৭ মে ২০২০ ৬:৫৮:৫৬
logo
logo banner
HeadLine
২৬ মে : দেশে আজ শনাক্ত আরও ১১৬৬, মৃত ২১ * বায়ুচাপের তারতম্যে, সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত * করোনা সংকটে দরিদ্রদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান রাষ্ট্রপতির * যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন * যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও ঈদ উপহার * ২৫ মে : চট্টগ্রামে শনাক্ত আরও ১৭৯ * যুক্তরাষ্ট্রে পিপিই রপ্তানি শুরু করলো বাংলাদেশ * ২৫ মে : দেশে আজ শনাক্ত আরও ১৯৭৫, মৃত ২১ * ২৪ মে : চট্টগ্রামে আরও ৬৫ জনের করোনা শনাক্ত * আজ পবিত্র ঈদুল ফিতর, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা * করোনায় মারা গেলেন এনএসআই কর্মকর্তা সন্দ্বীপের নাছির উদ্দিন * সন্দ্বীপবাসীকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেয়র * ২৪ মে : দেশে আজ শনাক্ত আরও ১৫৩২, মৃত ২৮ * করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে সরকারি সহায়তা, জীবন-জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকান্ড - প্রধানমন্ত্রী * সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা * ২৩ মে : চট্টগ্রামে নতুন শনাক্ত ১৬৬ * করোনাকালীন সঙ্কটে পড়া সন্দ্বীপ পৌরসভার কর্মহীনদের বরাবরে সরকারের দেয়া ২৫০০ টাকা ছাড় শুরু * ২৩ মে : দেশে আজ শনাক্ত আরও ১৮৭৩, মৃত ২০ * বিদায় মাহে রমজান, আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা * হালদায় ১৪ বছরের সর্বোচ্চ রেকর্ড, ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ * ২২ মে : চট্টগ্রামে নতুন শনাক্ত ১৬১ * সন্দ্বীপ পৌরসভার জাটকা আহরণে বিরত জেলেদের মাঝে চাল বিতরণ * ২২ মে : দেশে আজ শনাক্ত আরও ১৬৯৪, মৃত ২৪ * এসএসসির ফল ৩১ মে * ঈদে বাইরে ঘোরাফেরা নয়, ঘরেই থাকুন: র্যা ব ডিজি * ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ * সন্দ্বীপ পৌরসভার কর্মহীন অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ইদ উপহার বিতরণ * ২১ মে : দেশে আজ শনাক্ত আরও ১৭৭৩, মৃত ২২ * বায়তুশ শরফের পীরের জানাজা ও দাফন সম্পন্ন * দুর্বল হয়ে পড়েছে আম্পান, বন্দরসমূহে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত *
     17,2019 Wednesday at 18:06:56 Share

সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে সেবাই আমাদের ব্রত- জাফর উল্যা টিটু

সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে সেবাই আমাদের ব্রত- জাফর উল্যা টিটু

পৌরসভার সেবার মান বৃদ্ধি ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সন্দ্বীপ পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়মিত নির্দেশনামুলক সভা করে আসছেন সন্দ্বীপ পৌর মেয়র জাফর উল্যা টিটু। এমনই এক নির্দেশনামূলক সভা গতকাল ১৬ এপ্রিল সোমবার সন্দ্বীপ পৌর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, ‘নাগরিক সমস্যা চিহ্নিত করে সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে নূন্যতম সময়ে সেবা পৌঁছে দেয়াই পৌরসভার দায়িত্ব ও কর্তব্য। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পৌরসভা কখনোই এই দায়িত্ব ও কর্তব্য হতে দূরে থাকার কোন সুযোগ নেই। সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে সেবাই আমাদের ব্রত’।


কর্মকর্তা কর্মচারীদের উদ্দশ্যে মেয়র আরও বলেন, ‘আমরা জনগনের সেবক। জনগণ এখানে তাদের ন্যায্য সেবা নিতে আসে। পৌরসভায় সেবা নিতে আসা কোন নাগরিককে হয়রানি করা যাবেনা এবং তাদের সাথে কোনরকম কোন খারাপ ব্যবহার বা অসদাচরণ করা যাবেনা’। যৌক্তিক সময়ের মাঝে নাগরিকদের চাহিদামাফিক সেবা সম্পন্ন করার তাগিদ দেন মেয়র।


সভায় সন্দ্বীপ পৌরসভার সকলস্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


পরপর দু’বার জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই মেয়র দেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় পরিনত করেছেন। জনগনের দৌড়গোড়ায় নাগরিক সেবাসমূহ পৌঁছে দিতে তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন।

User Comments

  • সন্দ্বীপ প্রতিদিন