22,2021 Friday at 21:42:48 | Share |
১৭মে : চট্টগ্রামে নতুন শনাক্ত আরও ৭৩

চট্টগ্রামের ৩টি ও কক্সবাজারের ১টি ল্যাবে নমুনা ৪৯০টি পরীক্ষা করে আরও ৯৩ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। শনাক্তদের মাঝে চট্টগ্রামের ৭৯ জন, এদের মাঝে নতুন ৭৩ জন, পুরানো ৬ জন, এবং অন্য জেলার ১৪ জন রয়েছেন। চট্টগ্রামের ৭৯ জনের মাঝে নগরের ৫৪ জন ও বিভিন্ন উপজেলার ২৫ জন রয়েছেন।
রবিবার রাতে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, শনিবার ১৭ মে, চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪১ টি পজিটিভ আসে। যার মধ্যে চট্টগ্রাম মহানগরের ২৩ জন ( ৩ জন পুরাতন) ও উপজেলার ১৭ জন আছেন। এছাড়া ভিন্ন জেলায় ১ জন রয়েছেন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে (সিভাসু) ৮৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১২ টি পজিটিভ এদের সবাই ভিন্ন জেলার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০ টি নমুনা পরীক্ষা করা হয় । পজেটিভ আসে ৩৪ জন। এরমধ্যে চট্টগ্রামের ৩৩ টি পজিটিভ, (৩ জন পুরানো)। মহানগর এলাকায় ৩১ জন ও উপজেলায় ২ জন এবং ভিন্ন জ্রলার ১ জন রয়েছেন।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ২৬টি নমুনা। এদের মাঝে ৬টি পজেটিভ আসে । এরা সবাই চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার।
চট্টগ্রাম এগর ও এর উপজেলাগুলোতে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হলো ৭৮৯ জনের।
User Comments



- চট্টগ্রাম