22,2021 Friday at 21:42:48 | Share |
১ আগস্ট : দেশে আজ শনাক্ত ২১৯৯ , মৃত ২১

গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৮০২ টি নমুনা পরীক্ষা করে আরও ২ হাজার ১৯৯ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। শনাক্তের শতকরা হার ২৪.৯৮ এসময়ে মারা গেলেন আরও ২১ জন, শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.৩১ এবং সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ২ লাখ ৩৯ হাজার ৮১৭ জন। মারা গেলেন ৩ হাজার ১৩২ জন। এবং সুস্থ হলেন ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬.৮৬।
শনিবার ০১ আগস্ট দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, দেশে ৮২ টি আরটিপিসিআর ল্যাবের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৮০২ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১ টি। নমুনা পরীক্ষা বিবেচনায় মোট শনাক্তের হার শতকরা ২০.২৩।
দেশে মোট বেড-১৫,২৪০ , রোগী ভর্তি আছে- ৩,৮৬১ , খালি- ১১,৩৭৯ টি। সারা দেশে আইসিইউ- ৫৫৯, ভর্তি আছে-৩২০ খালি আছে- ২৩৯ টি।
চট্টগ্রামে বেড- ৬৬২, রোগী ভর্তি আছে-২৫৩ , খালি- ৪০৯ টি । চট্টগ্রামে আইসিইউ-৩৯, ভর্তি আছে-২২ খালি আছে-১৯ টি।
ঢাকায় বেড-৭০৭৩, রোগী ভর্তি আছে-২,০৬৪ , খালি- ৫,০০৯ টি। ঢাকা আইসিইউ-২৯৭, ভর্তি আছে-১৮৮ খালি আছে-১০৯ টি।
উল্লেখ্য, আজ দেশে করোনা সংক্রমনের ১৪৭ তম দিন।
User Comments



- জাতীয়