৮ মার্চ ২০২১ ১৩:৪৬:০৪
logo
logo banner
HeadLine
দুনিয়া কাঁপানো মহাকাব্য * আজ ঐতিহাসিক ৭ মার্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা * আজ পর্যন্ত টিকা নিয়েছেন প্রায় ৩৭ লাখ, নিবন্ধন করেছেন ৪৯ লাখ * কমনওয়েলথে অনুপ্রেরণাদায়ী শীর্ষ ৩ মহিলা নেতার অন্যতম শেখ হাসিনা * আগামীকাল ঐতিহাসিক ৭ মার্চ, এবছর থেকে দিবসটি 'জাতীয় দিবস' হিসাবে উদযাপিত হবে * ০৫ মার্চ : দেশে নতুন শনাক্ত আরও ৬৩৫, মারা গেছেন ৬ জন, সুস্থ ৬৭৬ * অপরাধ যাই হোক, শিশুর সাজা ১০ বছরের বেশি নয়: হাইকোর্ট * প্রতিবেশী দেশগুলোর সমস্যা আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত : প্রধানমন্ত্রী * টিকা নিলেন প্রধানমন্ত্রী * গবেষণা ও বিজ্ঞানের বিবর্তন দেশের উন্নয়নে অপরিহার্য : প্রধানমন্ত্রী * এইচ টি ইমামের মৃত্যু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক * ০৩ মার্চ : দেশে নতুন শনাক্ত আরও ৬১৪, মারা গেছেন ৫ জন, সুস্থ ৯৩৬ * সন্দ্বীপের ১৩টিসহ ৩৭১ ইউপি ভোট ১১ এপ্রিল * ২ মার্চ : দেশে নতুন শনাক্ত ৫১৫, মৃত্যু ৭, সুস্থ ৮৯৪ জন * বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ *
     02,2021 Tuesday at 19:35:07 Share

সন্দ্বীপ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবিএম ছিদ্দিকুর রহমান আর নেই

সন্দ্বীপ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবিএম ছিদ্দিকুর রহমান আর নেই

সন্দ্বীপ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এ.বি.এম. ছিদ্দিকুর রহমান আর নেই।
আজ, ১৮ অগাস্ট বিকাল ৫টার ঘটিকার সময় তিনি সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে অবস্থিত তার  নিজ বাসবভনে মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘ দিন যাবত ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদিতে ভুগছিলেন। মৃত্যকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান৷

সন্দ্বীপ উপজেলার কাটগড় ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৬ সালে জনগ্রহন করেন তিনি। পিতা মোহাম্মদ আমিনুল হক ও মাতা হাছেনা খাতুনের আদর যত্নে বেড়ে উঠে কাটগড় উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন শেষে করেন তিনি। এর পর চট্টগ্রাম সিটি কলেজে পড়ার সময় বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। দেরাদুনে ট্রেনিং শেষে এই বিএলএফ যোদ্ধা অসীম সাহসের সাথে দেশ মাতৃকাকে মুক্ত করার লক্ষ্যে শত্রুর সাথে অসংখ্য যুদ্ধে অংশ নেন।

সদালাপী,কর্তব্যনিষ্ঠ, শিক্ষানুরাগী, সমাজসেবী, ক্রিড়াসংগঠক এই মুক্তিযোদ্ধা দীর্ঘদিন যাবত সন্দ্বীপ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনে তিনি কন্সট্রাকশন ব্যবসায় নিয়োজিত থাকার কারণে ছিদ্দিক কন্ট্রাকটার নামেও সুপরিচিত ছিলেন। কাটগড়ের পৈতৃক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর ঊনি সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে বাড়ী তৈরী করে সেখানে বসবাস করে আসছিলেন।আর সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আগামী কা্‌ ১৯ অগাস্ট সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্স প্রাংগনে জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদার মরহুমেকে তার বাসভবনের পাশে চির শায়িত করা হবে।

আমরা সন্দ্বীপ নিউজের পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।

User Comments

  • সন্দ্বীপ প্রতিদিন