02,2021 Tuesday at 19:35:07 | Share |
আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

কোভিড-১৯ টিকার দ্বিতীয় চালান দেশে এসে পৌঁছেছে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে টিকার ২০ লাখ ডোজের চালানটি নিয়ে ভারতীয় একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন আসা এসব টিকা রাতেই টঙ্গীতে বেক্সিমকোর ওয়ারহাউজে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আবু নাঈম মোহাম্মদ সোহেল বলেন, টিকাগুলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়ারহাউজে নেয়া হয়েছে। সেখান থেকে ওষুধ প্রশাসন অধিদফতরের ছাড়পত্র পাওয়ার পরে চাহিদা অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
এ নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ৯০ লাখ ডোজ বাংলাদেশে এসেছে।
এর মধ্যে সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকারের কেনা তিন কোটি ডোজ টিকার মধ্যে প্রথম চালানে ৫০ লাখ ডোজ এসেছিল গত ২৫ জানুয়ারি। তার আগে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল ২০ লাখ ডোজ টিকা।
User Comments



- জাতীয়