12,2021 Monday at 18:49:16 | Share |
সন্দ্বীপের ১৩টিসহ ৩৭১ ইউপি ভোট ১১ এপ্রিল

প্রথম ধাপে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, সুনামগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী ও রংপুর জেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ১১ এপ্রিল। একই দিন, লক্ষীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন ও ষষ্ঠ ধাপে ১১ পৌরসভায় নির্বাচনও অনুষ্ঠিত হবে।
আজ, বুধবার (৩ মার্চ) নির্বাচন ভবনে ৭৭ তম কমিশন সভা শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি বলেন, এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষসময় ১৮ মার্চ, মনোনয়পত্র বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। আর ভোটগ্রহণ ১১ এপ্রিল। তিনি বলেন, লক্ষ্মীপুর-২ আসনে ও ১১টি পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে। আর ৩৭১টি ইউপি‘র মধ্যে কেবল ৩০টি ইউপিতে ইভিএমে ভোট নেওয়া হবে। বাকি ইউপিগুলোতে ভোট হবে ব্যালটে।
সন্দ্বীপের ১৩টি ইউনিয়িন হলোঃ হরিশপুর, রহমতপুর, বাউরিয়া, হা্রামিয়া, মুছাপুর, মাইটভাংগা, আজিমপুর, সারিকাইত, মগধরা, সন্তোষপুর, গাছুয়া, আমানউল্যা ও দীর্ঘাপাড়।
ষষ্ঠ ধাপে যে পৌরসভাগুলোয় ভোট হবে, সেগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ, দেবীগঞ্জ, যশোর সদর পৌরসভা ও অভয়নগরের নোয়াপাড়া পৌরসভা।
User Comments



- জাতীয়