12,2021 Monday at 18:49:16 | Share |
০৫ এপ্রিল ২০২১ : আজও শনাক্ত ৭ হাজারের উপরে, মৃত ৫২, সুস্থ ২৯৩২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩১৮ জনে। তাছাড়া দেশের ইতিহাসে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৫ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে।
সোমবার ( ৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একদিনে ৩০ হাজার ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৪০ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৩২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।
এর আগে রবিবার (৪ এপ্রিল) দেশে আরও ৭ হাজার ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫৩ জন।
User Comments



- জাতীয়