বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হল চসিক'র ভোটগ্রহণ, চলছে গণনা
কিছু এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। ইভিএমের মাধ্যমে নগরীর ৭শ’ ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছিল সকাল ৮টায়। শেষ হয় বিকেল ৪টায়। এখন চলছে গণনার কাজ।
বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হলেও নগরীর পাঁচটি এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আমবাগান ও সরাইপাড়াএলাকায় নিহত হয়েছেন দুইজন। বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। পাথরঘাটায় ৪টি ইভিএম ভাংচুর করায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালি।



- জাতীয়
জাতীয় বিভাগের সর্বোচ্চ পঠিত ৩০