ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত
ওমানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। নিহত সকলে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। আহতদের ৪ জনও একই উপজেলার বাকী একজন ফেনীর বাসিন্দা।
নিহতরা হলেন, মিনহাজ, ফারুক, মামুন, রুবেল ও মিলাদ। মিনহাজের বাড়ি উপজেলার এনাম নাহার মোড় এলাকায় বাকি ৪ জন সারিকাইত ইউনিয়নে। আশংকাজনক অবস্থা আইসিইউতে চিকিৎসাধীন ২ জন হলেন, দিদার ও আশ্রাফ। গাড়িতে থাকা অন্য ৩ আরোহী গুরুতর আহত হলেও তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান এক ওমান প্রবাসী।



- আরো
আরো বিভাগের সর্বোচ্চ পঠিত ৩০