20,2022 Friday at 20:21:33 | Share |
টিকা নিলেন খালেদা জিয়া

করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে টিকা নেন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে জানান, গাড়িতে বসেই টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
গতকাল বেলা ৩টা ৪৫ মিনিটে তিনি হাসপাতালে গিয়ে পৌঁছান। গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। সেখানেই মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে চান বলে উল্লেখ করেছিলেন তিনি। পরে অবশ্য বিএনপি নেতারা বাসায় টিকা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন। তবে গতকাল খালেদা জিয়া মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালেই টিকা নিতে যান। অসুস্থতার কারণে গাড়ি থেকে নামেননি তিনি। টিকা নিয়েছেন গাড়িতে বসেই। টিকা নেওয়ার সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
User Comments



- রাজনীতি