28,2022 Thursday at 08:48:25 | Share |
এলডিসি উত্তরণ আজ উদযাপন

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশে অনুমোদন দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে যে স্বীকৃতি দিয়েছে, তা উদযাপন করবে সরকার।
এ উপলক্ষে রাজধানীর বঙ্গবঙ্গু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বাংলাদেশের উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিসহ রাজনীতিকরা অংশ নেবেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শনিবার দুপুরে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আগামীর বাংলাদেশের উন্নয়ন সংক্রান্ত দিকনির্দেশনা দেবেন। উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি নিয়ে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর জাতীয়ভাবে এটি আমাদের সবচেয়ে বড় অর্জন। এ অর্জন দেশের সাধারণ মানুষের। এ অর্জন সফল করতে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে সম্পৃক্ত করে এ অনুষ্ঠান উদ্যাপন করব।’
User Comments



- জাতীয়