20,2022 Friday at 20:21:33 | Share |
আসছে ১৫ জুলাই সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি, যুক্তরাষ্ট্র'র বার্ষিক বনভোজন

আগামী ১৫ জুলাই রোজ শনিবার সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি, যুক্তরাষ্ট্রের বার্ষিক বনভোজন’ ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজকরা গতকাল এক সভায় মিলিত হন।
সভায় সর্বসম্মতিক্রমে বনভোজন’ ২০১৭ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আবুল বশার ভুইঁয়াকে আহবায়ক ও মোবারক হোসাইন শামীমকে সদস্য সচিব করে ১৫ জনের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির সদস্য সচিব জনাব ইসমত হক খোকন এর পরিচালনায় উক্ত প্রস্তুতি সভায় আলোচনা করেন সন্দীপ পৌরসভা কল্যাণ সমিতির আহবায়ক জাফর উল্লাহ , অন্যতম প্রভাবশালী সদস্য আব্দুল কাদের মিয়া, আবুল বশর ভূইয়া , মোবারক হোসেন শামীম ও ইব্রাহিম খলিলসহ (হক সাব) আরও অনেকে। আয়োজকগন যুক্তরাষ্ট্র প্রবাসী সকল সন্দ্বীপবাসীকে উক্ত বনভোজনে অংশগ্রহন করার জন্য আমন্ত্রন জানিয়েছেন। বনভোজনে অংশগ্রহনকারীদের বাড়তি আনন্দ যোগাবে খেলাধুলা, মনোরম সাংষ্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র ।
বনভোজন’ ২০১৭ উদযাপন কমিটিঃ
আবুল বশার ভুইঁয়া- আহবায়ক
জহিরুল হক ইরান- যুগ্ম আহবায়ক
মোবারক হোসাইন শামীম- সদস্য সচিব
আবদুল কাদের মিয়া – প্রধান সমন্বয়কারী
মোহাম্মদ সবুর খাঁন- যুগ্ম সদস্য সচিব
এ,টি,এম মাসুদ- সমন্বয়কারী
ওমর ফারুক - সমন্বয়কারী
আব্দুস শহিদ মিনার- সমন্বয়কারী
মোহাম্মদ জসীম উদ্দিন - সদস্য
মোহাম্মদ জামশেদ উদ্দিন - সদস্য
কামরুল ইসলাম - সদস্য
সিরাজুল মাওলা - সদস্য
ইব্রাহিম খলিল - সদস্য
জাফর উল্যা - সদস্য
ইসমত হক খোকন - সদস্য
User Comments



- আরো