17,2022 Tuesday at 11:43:32 | Share |
২১ শে ফেব্রুয়ারি 'একুশে'র প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

আগামী ২১ শে ফেব্রুয়ারি, মঙ্গলবার দিনব্যাপী হালিশহর হাউজিং এস্টেট মাঠ বা বি ডি আর মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহ্যবাহি সংগঠন একুশে'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও নব গঠিত কমিটি ঘোষণা সহ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও চসিক প্যানেল মেয়র -১ , চৌধুরী হাসান মাহমুদ (হাসনী) । প্রধান আলোচক হিসাবে থাকছেন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি এম.আর. আজিম । অনুষ্ঠানটি উদ্বোধন করবেন, মানবাধিকার কর্মী ও লিবারেল পার্টি অব কানাডা এর সদস্য, জামাল উদ্দিন মিন্টু । বিশেষ অতিথি হিসাবে থাকছেন একুশের প্রধান উপদেষ্টা ও চসিক ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর, মোরশেদ আকতার চৌধুরী ও চসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম। বিশেষ অতিথি হিসাবে আরও থাকছেন মো: ফজলুল কাদের , সভাপতি, মেনহার্টন আওয়ামীলীগ ; ফসিউল আলম সমির, যুগ্ম সাধারণ সম্পাদক, ১১নং ওয়ার্ড যুবলীগ; জনাব নাজিম উদ্দিন, সভাপতি এ ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতি; জনাব সামসুল আলম চেয়ারম্যান, ন্যাশনাল ফাউন্ডেশন, হালিশহর চট্টগ্রাম।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন একুশে’র সভাপতি, এম এ হান্নান। সকাল সকাল ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবেন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্মসাধারণ সম্পাদক, গোলাম ছামদানি জনি।
একুশের বার্ষিক এই অনুষ্ঠানে সকল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনসহ একুশের সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক উপস্থিতি ও দোয়া একান্তভাবে কামনা করছেন একুশের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাকিম।
User Comments



- আরো